অজান্তেই ছেলে-মেয়ের মধ্যে বিভেদ করে ফেলেন অনেক মা-বাবা, কী ভাবে?
আধুনিক সমাজে অভিভাবকরা ছেলে ও মেয়ের মধ্যে কোনও পার্থক্য করতে চান না, তাদের সমান অধিকার দিতে তৎপর থাকেন। এমনকি ছেলে ও মেয়ের লালন-পালনে কোনও রকম ভেদাভেদেও করেন না। তবে এ সব সত্ত্বেও মেয়ের লালন-পালনে নিজের অজান্তেই কিছু ভুল করে বসেন অভিভাবকরা। বর্তমানে মেয়ের লালন-পালনে এই ভুলগুলি চিহ্নিত করা এবং বার বার সেই ভুল করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। এখানে কোন ধরনের ভুলের কথা বলা হচ্ছে জেনে নিন—
মেয়ের জন্য শুধুই পুতুল ও মেকআপ কিট কেনা
সন্তানের জন্য খেলনা কিনতে যাওয়ার সময়ই প্রথম ভেদাভেদের বিষয়টি লক্ষ্য করা যায়। মেয়ে হলে পুতুল, কিচেন সেট, কিনে দেওয়া হয়, আর ছেলের জন্য খেলনা বলতে টয় গান, গাড়ি, ভিডিও গেমেই হাত যায় সবার আগে। এমনকি খেলনার দোকানে গিয়ে যদি বলা হয় মেয়ের জন্য ভালো কোনও খেলনা দেখান, তা হলে তাঁরাও পুতুল, কিচেন সেট বের করে দেন। কিন্তু বাচ্চা কোন খেলনা দিয়ে খেলবে তা তাদের পছন্দ-অপছন্দের ওপর নির্ভর করে, তার লিঙ্গের ওপর নয়। সন্তান জন্মানোর পর থেকেই এই সূক্ষ্ম ভেদাভেদটি শুরু হয়ে যায়। মেয়েরা যদি কোনও গাড়ি বা বন্দুকের প্রতি আকৃষ্টও হয়, তা-ও তাদের হাতে জোর করে পুতুল বা খেলনা বাটি ধরিয়ে দেওয়ার মতো অভিভাবকের সংখ্যাও কম নয়। ছোট্ট বয়স থেকে এ ভাবেই মেয়েদের পুরুষদের থেকে পৃথক করে দেওয়া হয়। এবার এমন কিছু না-করে মেয়েকেও ছেলের সমান করে বড় করুন। তার পছন্দের খেলনা নির্বাচন করতে দিন তাকেই।
- ট্যাগ:
- লাইফ
- বিভেদ সৃষ্টি
- বিভেদ