হঠাৎ আগুন, যাত্রীদের সামনেই পুড়ে গেল বাসটি

কালের কণ্ঠ সীতাকুণ্ড প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ১৭:১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে হঠাৎ লেগে যাওয়া ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি যাত্রীবাহী বাস। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসের অর্ধশতাধিক যাত্রী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ডের মুছা কলোনী এলাকায় ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব ১৩-০০০১) ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়।


এই আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়তে থাকলে বাসের যাত্রীরা নেমে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের যাত্রী চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা মো. আরিফুর রহমান বলেন, 'বাসটি বেশ দ্রুতগতিতে চলছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও