পাকিস্তানকে কঠিন পরীক্ষায় ফেলেছে অস্ট্রেলিয়া
করাচি টেস্টে পাকিস্তানকে চরমভাবে ভোগাচ্ছে অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের বোলারদের প্রায় ২১২ ওভার বোলিং করিয়েছে অসিরা। স্বাগতিকদের ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত করে শেষ পর্যন্ত ইনিংস ছেড়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের লিড মিলিয়ে পাকিস্তানকে ৫০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে প্যাট কামিন্সের দল।
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার করাচি টেস্টে দুই রকম চিত্র দেখছে ক্রিকেট ভক্তরা। টেস্টের প্রথম দিন থেকে ব্যাটের সঙ্গে বলের অসম প্রতিযোগিতা ছিল। লম্বা সময় ব্যাটিং করে পাহাড়সম সংগ্রহ তুলে নেয় অস্ট্রেলিয়া। এমন ব্যাটিংয়ের ফলে ম্যাচের দুই দিন যেতে না যেতেই ড্রয়ের আভাস দিচ্ছিল করাচি টেস্ট।
কিন্তু গতকাল সোমবার তৃতীয় আসতেই এই করাচিতে দেখা গেল ভিন্ন রূপ। অস্ট্রেলিয়ার ব্যাটাররা রীতিমতো যে উইকেটে রানের জোয়ারে ভাসছিল। সেই উইকেটেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ইনিংস। ফলে টেস্টের তৃতীয় দিনে জমে ওঠে করাচি টেস্ট।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল অসিদের বোলিং তোপে মাত্র ১৪৮ রানেই থেমে গেল পাকিস্তান। মিচেল স্টার্ক-মিচেল সোয়েপসনদের বোলিংয়ের সামনে রীতিমতো স্বাগতিকদের অবস্থা নাজেহাল।
- ট্যাগ:
- খেলা
- পাকিস্তান-অস্ট্রেলিয়া
- টেস্ট ম্যাচ