১১ দল নিয়ে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ
১১ দল নিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হলো বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২১-২২ মৌসুম। এক আসর পর ওয়ানডে সংস্করণে ফিরেছে ঢাকার ঐতিহ্যবাহী লিগটি। শুরুর দিনে প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও রূপগঞ্জ টাইগার্স।
দুদলের লড়াই মাঠে গড়ানোর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ ও টাইটেল স্পন্সর ওয়ালটনের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মিলটন আহমেদ।
তাঁদের সঙ্গে ছিলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মার্শাল আইয়ুব। সবাই মিলে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।