যেমন হয় ঢাকার শবেবরাত

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ১০:২২

মূলত মোগলদের পদাঙ্ক অনুসরণ করে ঢাকার শবেবরাত পেয়েছে উত্সবের রূপ। বাঙালির শবেবরাত উদযাপনে এখন নানা আয়োজন আর বিশেষ পদের খাবার জায়গা করে নিয়েছে। ঢাকা গবেষক সাদ উর রহমান লিখেছেন ঢাকার শবেবরাত উদযাপন নিয়ে


ফারসি শব্দ শব অর্থ রাত বা রজনী এবং বরাত শব্দটির অর্থ ভাগ্য। দুই শব্দের অর্থ একত্রে দাঁড়ায় ভাগ্যরজনী।


আরবি ভাষায় এ রাতটিকে লাইলাতুল নিছফি মিন শাবান, অর্থাত্ শাবান মাসের মধ্যে অন্যতম রজনী হিসেবে অভিহিত করা হয়। এ রাতে মুসলমানরা মহান আল্লাহর কাছে মার্জনা প্রার্থনা করে থাকেন।


এ কারণে এ রাতকে লাইলাতুল বারকাত বা শবেবরাত বলা হয়। ইরান ও ভারতীয় উপমহাদেশে এ মাসের একটি রজনীকে শবেবরাত বলা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়ার কিছু এলাকা ছাড়া কোথাও ঘটা করে শবেবরাত পালন করা হয় না। এ রাতে গুনাহ ও পাপের অশুভ পরিণাম থেকে মুক্তি পেতে রহমতের জন্য প্রার্থনা করে থাকেন অনেকে। সন্ধ্যার পর থেকে পাকপবিত্র হয়ে ঘরে নফল নামাজ আদায় করেন। কেউ কেউ মসজিদে নামাজ, জিকির-আসকার ও দোয়ায় শরিক হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে