ভারপ্রাপ্ত দিয়েই সাড়ে ৯ বছর পার

জাগো নিউজ ২৪ হাকিমপুর প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ১০:১২

দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদটি দীর্ঘ প্রায় দশ বছর ধরে ভারপ্রাপ্ত দিয়েই চলছে। তবে এবার ঘড়ির কাটার দিকে নজর পড়েছে দলটির ঊর্ধ্বতন নেতাদের। দীর্ঘ এই সময়ের পর ১৬ মার্চ বুধবার হচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে পুরো উপজেলায় বয়ে চলেছে উৎসবের আমেজ।


দলীয় কার্যালয়ের তথ্য বলছে, গত ২০১২ইং সালের ১২ ডিসেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগসহ তৃণমূলের কাউন্সিলরা গোপন ব্যালোটের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন। এতে আলহাজ্ব আখতার হোসেন মুন্সি সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমান লিটন নির্বাচিত হন। পরে ২০১৫ সালের ১৪ এপ্রিল সভাপতি আলহাজ্ব আখতার হোসেন মুন্সি ইন্তেকাল করেন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এমদাদুল হক চৌধুরীকে (ভারপ্রাপ্ত) সভাপতি নির্বাচিত করেন দলীয় নেতাকর্মীরা। সেই থেকে দীর্ঘ সাড়ে ৯ বছর ধরে পদটি ভারপ্রাপ্ত দিয়েই চলছে।


খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত ঘেঁষা হাকিমপুর উপজেলা একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত। আসন্ন ১৬ মার্চ বেলা ১১টায় হাকিমপুর মহিলা কলেজ অডিটোরিয়াম ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে ২০৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সাবেক প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও