স্থূলতা কমাতে পান্ডার ডায়েট
ওজন কমাতে মানুষ ডায়েট করে, এটা জানা কথা। এবার জানা গেল প্রাণীর ডায়েটের কথা। এমন ঘটনা ঘটেছে তাইওয়ানে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, তাইওয়ানের তাইপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানে জন্ম নেওয়া দুটি পান্ডাকে ডায়েট করানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রুটিন মেনে করানো হবে ব্যায়ামও। প্রাণী দুটির মধ্যে স্থূলতার সমস্যা দেখা দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকে ২০০৮ সালে তাইওয়ানকে দুটি পান্ডা উপহার দেওয়া হয়। সেগুলোরই শাবক হলো এ দুটি। এর মধ্যে একটির বয়স ৯ বছর ও অন্যটি তার ১ বছরের ছোট। স্ত্রী পান্ডা দুটির মধ্যে বড়টির নাম উয়ান জাই, ছোটটির উয়ান বাও। বর্তমানে সেগুলোর ওজন যথাক্রমে ১১৫ ও ৭০ কেজি।