You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করাই লক্ষ্য: শেখ হাসিনা

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করাই তার লক্ষ্য, কোনো কিছু বিনিময়ের আশা তিনি করেন না।

সোমবার গণভবনে এমআইটি প্রেস থেকে প্রকাশিত ‘ইনোভেশনস : টেকনোলজি, গর্ভন্যান্স অ্যান্ড গ্লোবালাইজেশন’ শীর্ষক সাময়িকীর 'ভলিউম ১৩, ইস্যু ১/২' গ্রহণের পর এর সম্পাদক ফিলিপ অর্সওয়াল্ড ও ইকবাল জেড কাদিরের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “জাতির পিতার স্বপ্ন ছিল এ দেশের মানুষ উন্নত-সমৃদ্ধ জীবন পাবে, সুখে-শান্তিতে বাস করবে। কিন্তু আরাধ্য কাজ শেষ করার আগেই তিনি ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন