কিয়েভে আবাসিক ভবনে গোলাবর্ষণ, হতাহত ৫
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে গোলাবর্ষণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্তন গেরাশচেনকো জানিয়েছেন, গোলাবর্ষণে দুজন নিহত হয়েছে। তিনি জানিয়েছেন, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে যুদ্ধ-সংঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোল। শহরটি দখলে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে দুই হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সিটি কাউন্সিল।