কবীর সুমনের অশ্লীল কবিতা নিয়ে বিতর্কের ঝড়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১৬:২৩
প্রেম চাই- আছে তার গান। ক্লান্তি মুছিয়ে দিতে কাউকে চাওয়ার আহ্বান- আছে তার গান। অন্যায়ের প্রতিবাদ করা চাই- সেখানেও তার গানের দুর্দান্ত মুখরতা। তিনি এমনই; সবখানেই তাকে পাওয়া যায় গানে গানে। সেজন্যই সময়-কাল জয় করে অমরত্বের প্রত্যাশা না করেও অমরত্বের পথিক আজ কবীর সুমন।
অসম্ভব প্রিয় এক নাম- কবীর সুমন! এপার-ওপার দুই বাংলায়ই তিনি জয় করেছেন কয়েক প্রজন্মের শ্রোতার অন্তর। নিজেকে ক্ষ্যাপা বুড়ো বলে আখ্যায়িত করেই যেন শ্রোতাদের আরও বেশি করে কাছের হয়ে গেলেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে