![](https://media.priyo.com/img/500x/https://images.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2022/03/13/medicine-1.jpg?itok=DqJAN0gO×tamp=1647162163)
আলসারের ওষুধ বিক্রি ৪২০০ কোটি টাকা ছাড়িয়েছে, অ্যান্টিবায়োটিক বিক্রি মন্থর
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রান্নায় অতিরিক্ত তেল ও মশলার ব্যবহার এবং খাদ্যে ভেজালের কারণে বাংলাদেশে ২০১৫ সাল থেকে বছরে ১২ শতাংশ হারে বাড়ছে আলসারের ওষুধ বিক্রি।
২০২০ সালের জুন পর্যন্ত ৫ বছরে বহুল ব্যবহৃত এই ওষুধ বিক্রি করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বার্ষিক প্রায় ৩ হাজার ৪১৯ কোটি টাকা ব্যবসা করেছে। বার্ষিক বিক্রি বৃদ্ধির হিসাব অনুযায়ী এই বিক্রয় বর্তমানে ৪ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে।
এ পাশাপাশি বাড়ছে কার্ডিওভাসকুলার সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধের বিক্রি। ধূমপান এবং ডায়াবেটিসসহ অন্যান্য কারণের কারণে দেশে কার্ডিয়াক রোগ বাড়ছে। এর সঙ্গে বার্ষিক ১৬ শতাংশ হারে বাড়ছে এই ওষুধের বিক্রি।
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের একটি গবেষণা পত্র অনুসারে ইতিবাচক বিষয় হচ্ছে, রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে অ্যান্টিবায়োটিক ওষুধের বিক্রয় উল্লেখযোগ্য হারে কমেছে।
ইউএস ফার্মা কনসালটেন্সি ফার্ম আইকিউভিআইএ এর ফার্মাসিউটিক্যালস মার্কেট ডেটার ওপর ভিত্তি করে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করা হয়েছে।