You have reached your daily news limit

Please log in to continue


সাপ নিয়ে খেলছেন স্পর্শিয়া! বললেন...

সাপ দেখলে কে না ভয় পায়? সেটি আবার যদি হয় জাত গোখরা! সেই সাপ যদি আবার পেচানো থাকে গলায়! তবে দেহ থেকে প্রাণপাখি বেরিয়ে যাওয়ার উপক্রম হবে যে কারও। তবে একটু সাহস থাকলে ভয়ংকর প্রাণীকেও যে বশে আনা যায়, সেটাই বোধহয় দেখিয়ে দিলেন চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। সাপ গলায় পেচিয়ে দিব্য খেলা করলেন তিনি।

শনিবার অভিনেত্রীর ফেসবুকে পাওয়া গেল এমনই দুটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, একটি বিষধর গোখরা সাপ গলায় জড়িয়ে রয়েছেন স্পর্শিয়া। কিন্তু ভয় পাওয়ার বদলে তিনি হাসছেন। ছবি দুটি পোস্ট করে স্পর্শিয়া ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবে কিছু মানুষ এই সাপের মতোই।’

কিন্তু হঠাৎ সাপ নিয়ে খেলা করার শখ হলো কেন ‘কাঁঠবিড়ালী’ খ্যাত অভিনেত্রীর? এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘সাপটি আসলে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যবহার হয়েছে। ওই সিরিজে সাপ আমার সহশিল্পী ছিল। ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজটির নাম ‘আইজ্যাক লিটন’। গত মাসে সেটির কাজ শেষ হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন