গণফোরামের একাংশের কাউন্সিলে হামলা-ভাঙচুর, আহত ২০
গণফোরামের একাংশের কাউন্সিলে অপর অংশের হামলার অভিযোগ উঠেছে। এতে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশের নির্বাহী সভাপতি মোকাব্বির খানসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় কাউন্সিলের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন মোকাব্বির খান। পরে পুলিশ গিয়ে একপক্ষকে জাতীয় প্রেসক্লাব থেকে বের করে দেয়।
গণফোরামের একাংশের কাউন্সিলকে ঘরে আজ শনিবার দলটির বিবদমান দুপক্ষের মধ্যে এমন উত্তেজনা বিরাজ করছিল। গণফোরামের একটি অংশ জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে কাউন্সিলের আয়োজন করে। আর, মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের অপর অংশ প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে।
মোকাব্বির খান অভিযোগ করেন, আজ সকাল সোয়া ১০টার দিকে ড. কামাল হোসেনের অংশের গণফোরাম কাউন্সিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় অপর অংশের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে কাউন্সিলে হামলা করেন। তাঁরা চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি কাউন্সিলে আসা নেতাকর্মীদের ওপরেও হামলা চালান।