কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাবলিক বিশ্ববিদ্যালয় কবে অনিয়ম ও দুর্নীতিমুক্ত হবে

কালের কণ্ঠ মমতাজউদ্দীন পাটোয়ারী প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ১২:১৭

সাম্প্রতিককালে আমাদের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ নানা ধরনের অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। এসব অনিয়মের বিরুদ্ধে কখনো কখনো শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যায়। অথচ একসময় শিক্ষার্থীরা আন্দোলন করত দেশের কোনো অনিয়ম বা স্বৈরশাসকের বিরুদ্ধে। ছাত্রসংগঠনগুলোও সেভাবে শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম কিংবা আলোচনা সভার আয়োজন করে না। মাঝেমধ্যে ছাত্রাবাসগুলোতে ছাত্র নির্যাতনের কিছু খবর প্রকাশিত হতে দেখা যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতিগুলো একসময় বেশ তৎপর ছিল।


শিক্ষা, সাংস্কৃতিক, একাডেমিক মান, গবেষণার সুযোগ-সুবিধার অভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলছে নামমাত্র। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি, নির্মাণ ও নিয়োগ বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সরব আলোচনা-সমালোচনা। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে সবাই নিয়ম-শৃঙ্খলা, রাষ্ট্র, সমাজ, শিক্ষা-সংস্কৃতি, গবেষণা ইত্যাদি নিয়ে এমন কিছু দেখতে চায়, যা শিক্ষণীয় ও অনুকরণীয় হতে পারে। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। কোথাও কোথাও প্রকল্প চলাকালেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যম সোচ্চার হতে দেখা যায়। এর পরও কর্তৃপক্ষের খুব বেশি বোধোদয় ঘটতে দেখা যায় না। বিষয়গুলো আমাদের ভাবিয়ে তুলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও