শিশুর কানে ব্যথা হচ্ছে কিনা বুঝবেন যেভাবে
যুগান্তর
প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ১১:৫৭
কান ব্যথা একটি অস্বস্তিকর সমস্যা। শিশুদের ক্ষেত্রে তো এর প্রভাব বেশ মারাত্মক। অনেক সময় শিশু ব্যথার বিষয়টি প্রকাশও করতে পারে না। যন্ত্রণায় ছটফট করে। এমতাবস্থায় সঠিক চিকিৎসা না দিতে পারলে বিপদ।
সাধারণত ৬ থেকে ১৮ মাসের মধ্যে শিশুদের কানের ইনফেকশন সবচেয়ে বেশি হয়। তিন বছরের কম বয়সি শতকরা ৩০ ভাগ শিশু কোনো না কোনো কারণে কানে ব্যথায় ভুগে থাকেন।
কান ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হাফিজ শাফী
* কানের ভিতর/এক্সটারনাল ইয়ার ক্যানেল ওয়াক্স বা ময়লা দ্বারা বন্ধ হলে গেলে।
* কানের পর্দার বাইরে এয়ার ক্যানেলে সংক্রমণ হলে ব্যথা হয়।
* কানের ভেতরে ফোঁড়া বা লোমের গোড়ায় ইনফেকশন হলে কানে প্রচুর ব্যথা হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কানের ইনফেকশন
- কানে ব্যথা