![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F03%2F11%2Fislamic-state.jpg%3Fitok%3D59y3WXXy)
নেতার মৃত্যু খবর জানিয়ে নতুন প্রধানের নাম ঘোষণা আইএসের
এনটিভি
প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ১১:৩০
ইসলামিক স্টেট বা আইএস গতকাল বৃহস্পতিবার সংগঠনটির নেতা আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশি এবং এ জঙ্গিগোষ্ঠীর মুখপাত্র আবু হামজা আল-কুরাইশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একই সঙ্গে আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশিকে সংগঠনের নতুন প্রধান বলে ঘোষণা করেছে আইএস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কুরাইশি ছিলেন একজন আলেম এবং সাবেক ইরাকি নেতা সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর সদস্য। তিনি দুই বছরের বেশি সময় আইএসকে নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে কুরাইশি নিহত হন বলে সে সময় জানিয়েছিল মার্কিন প্রশাসন। আত্মঘাতী বোমা বিস্ফোরণে পরিবারের সদস্যেরাসহ কুরাইশির মৃত্যুর হয় বলে মার্কিন প্রশাসন দাবি করেছিল।