You have reached your daily news limit

Please log in to continue


এবার বাংলাদেশে ‘শিমু’

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের ভূমিকা এবং নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প শিমু। শ্রমিকনেত্রী ডালিয়া আক্তার ডলির সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। রুবাইয়াত হোসেন পরিচালিত সাতটি আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্র শিমু আজ থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, চট্টগ্রামের সিলভার স্ক্রিন এবং সাভারের চন্দ্রিমা হলে প্রদর্শিত হবে।

সিনেমার মূল চরিত্রের নাম শিমু। সেই চরিত্রে যিনি অভিনয় করেছেন, তাঁর নামও রিকিতা নন্দিনী শিমু। সিনেমার গল্পে ২৩ বছর বয়সী নারী শিমু ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক। কর্মক্ষেত্রে বিভিন্ন জটিল পরিস্থিতির মুখোমুখি হন তিনি। অতঃপর সহকর্মীদের নিয়ে শ্রমিকদের অধিকার ও ন্যায্য পারিশ্রমিক আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ শিমু একটি সংগঠন তৈরির চেষ্টা করেন।

রুবাইয়াত হোসেন বলেন, ‘প্রতিকূলতা জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্পই শিমু। সমতার প্রশ্নে “শিমু” একজন সম্মুখযোদ্ধা।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের দর্শক ছবিটিকে খুব ভালোভাবে গ্রহণ করবেন। আর বাংলাদেশের যাঁরা শ্রমজীবী নারী, তাঁরা যদি ছবিটা দেখেন, তাঁদের খুব ভালো লাগবে। কেননা তাঁদের নিজেদের গল্পটাকে পর্দায় দেখতে পাবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন