
রাশিয়ায় আরও সেবা সুবিধা বন্ধ করছে গুগল
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের ইউটিউব ও গুগল প্লে–স্টোর রাশিয়ায় তাদের সব পেমেন্টভিত্তিক সেবাগুলো বন্ধ করছে। এসব সেবার মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে সব ধরনের সাবসক্রিপশনভিত্তিক সেবাগুলো। খবর রয়টার্সের।
ইউক্রেনে রুশ সেনাদের হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে অ্যালফাবেট এ সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ায় ব্যাংকিং খাতে সমস্যা তৈরি হয়েছে।