দুই সাংবাদিকের ওপর হামলা: অবশেষে মামলা নিলো পুলিশ

জাগো নিউজ ২৪ বংশাল থানা প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১৯:৫৪

বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহেদুল ইসলাম (শাহেদ শফিক) ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. মুসা মিয়ার (মুসা আহমেদ) ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে বংশাল থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় মামলার তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি জানান, গতকাল বুধবার রাতে (৯ মার্চ) মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে।


মামলার বাদী হয়েছেন শাহেদুল ইসলাম। মামলার প্রধান আসামি রাসেলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে। বংশাল থানায় দায়ের করা ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে বংশাল পুরাতন চৌরাস্তা মোড়ে রুকন উদ্দিন জামে মসজিদের সামনে যানজটের মধ্যে রাস্তা পার হচ্ছিলেন সাংবাদিক শাহেদুল ইসলাম ও মো. মুসা মিয়া।


এ সময় মামলার এক নম্বর আসামি মো. রাসেল তার মোটরসাইকেল দিয়ে বাদীকে ধাক্কা দেন। কারণ জানতে চাইলে রাসেল মোটরসাইকেল থেকে নেমে শাহেদুল ইসলামকে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি মারতে থাকেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও