You have reached your daily news limit

Please log in to continue


এফডিএর অনুমোদন পেল এসকেএফ

গাজীপুরের টঙ্গীতে ফারাজ আয়াজ হোসেন ভবনে (এফএএইচবি) ওষুধ প্রস্তুতের সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (ইউএস এফডিএ)  অনুমোদন পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ  ওষুধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।

এফডিএর পর্যালোচনা ও অনুমোদনের জন্য প্রিগাবালিন ক্যাপসুলের তথ্য জমা দেয় এসকেএফ। ২৫, ৫০, ৭৫, ১০০, ১৫০, ২০০, ২২৫, ৩০০ মি.গ্রা. প্রিগাবালিন ক্যাপসুলের তথ্য জমা দেওয়া হয়। এফডিএর অনুমোদন পাওয়ার পরে এসকেএফ প্রিগাবালিনসহ অন্য ওষুধের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন