পিঁপড়ে জানাবে ক্যান্সারের কারণ? ভাইরাল এই গবেষণার দাবি
Viral News ক্যান্সারের সেল চিনতে সাহায্য করবে পিঁপড়ে। কুকুরের ঘ্রানশক্তি খুব প্রখর। এই বিষয়ে আমরা সবাই জানি। এর জন্য কুকুরকে বিভিন্ন কাজে ব্যাবহার করা হয়। কিন্তু, সম্প্রতি জানা গিয়েছে একটি চাঞ্চল্যকর দাবি। এমনি এমনি সেই দাবি করা হয়নি। একটি গবেষণায় দাবি কয়ার হয়েছে যে, পিঁপড়ে সাহায্য করতে পারে মানুষের শরীরের ক্যান্সারের সেল চিনতে। এমন এক দাবি চিকিৎসক মহলে সৃষ্টি করেছে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক Viral হয়েছে এই খবর।
ফ্রান্সের CNRS, Universite Sorbonne Paris Nord এবং Institute Curie and Inserm এর গবেষকরা যৌথ ভাবে একটি গবেষণা করে। সেখানে তাঁরা লক্ষ্য করে দেখেছে যে, পিঁপড়ে মানুষের দেহের ক্যান্সারের সেল চিনতে সাহায্য করতে পারে। কারণ পিঁপড়ের মধ্যে রয়েছে এমন এক ধরনের উন্নত ঘ্রানশক্তি যা ক্যান্সারের সেল চিনতে সাহায্য করবে। আমরা সকলেই জানি যে, কুকুরের ঘ্রানশক্তি সব থেকে প্রখর। কিন্তু, সম্প্রতি করা সেই গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর দাবি। এটি যদি সত্যি হয় তাহলে খুলে যাবে ক্যান্সারের চিকিৎসার নতুন দিগন্ত। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে Viral হয়েছে এই খবর।