You have reached your daily news limit

Please log in to continue


দিনে দুটো Beer, ১০ বছর বয়স বেড়ে ক্ষতি হচ্ছে ব্রেনের

মদ্যপান (Drinking Alcohol) যে শরীরে পক্ষে খারাপ তা মোটামুটি সকলেই জানেন। কারণ রীতিমতো এই নিয়ে হয় প্রচার। তবে এরপরও মানুষ ছাড়বেন না এই নেশা। এমনকী লকডাউনে মদ বিক্রির পরিমাণ আরও বেড়েছে।

এবার মদ্যপানের খারাপ দিক নিয়ে এখনও গবেষণা চলছে। প্রতিনিয়ত সামনে আসছে আরও ভয়ানক তথ্য। এবার নতুন একটি গবেষণা জানাচ্ছে, মদ্যপান মস্তিষ্কের (Damage Brain) ক্ষতি করতে পারে। এমনকী দিনে মাত্র দুটি বিয়ার (Two Beer) খেলে মস্তিষ্কের ১০ বছর বয়স বাড়ার মতো ক্ষতি হয়।

এই গবেষণাটি প্রকাশ পেয়েছে নেচার কমিউনিকশনে। এই গবেষণাটির মূল আলোচ্য বিষয় ছিল মদ্যপানের সঙ্গে ব্রেনের গ্রে (Gray Matter) ও হোয়াইট ম্যাটারের (White Matter) সম্পর্ক দেখা। প্রাথমিকভাবে এই গবেষণা দেখার চেষ্টা করে যে কী ভাবে সামান্য পরিমাণে বিয়ার সারাদিন খেলে দুই বছর বয়স বাড়ার মতো পরিবর্তন দেখা যায় ব্রেনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন