কথায় কথায় পেইনকিলার খেলে হতে পারে কিডনির ক্ষতি!
eisamay.com
প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১৯:৪৬
১০ মার্চ হল বিশ্ব কিডনি দিবস (World Kidney Day 2022)। এই দিনটি সারা বিশ্বে জনমানসে কিডনি রোগের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পালিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, কিডনি (Kidney) হল শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গটি শরীরের নানা জরুরি কাজ করে। এক্ষেত্রে শরীরের জলের ভারসাম্য রাখা, অ্যাসিডের ভারসাম্য রাখা, খারাপ পদার্থকে শরীরের বাইরে বের করে দেওয়া সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে কিডনি। তবুও মানুষ এই অঙ্গটিকে খুব অবহেলার চোখেই দেখেন। মানুষের মধ্যে এই অঙ্গটির প্রতি কোনও খেয়াল নেই। এই পরিস্থিতিতে এই অঙ্গটিকে সুস্থ রাখার নানা পদ্ধতি জানতে হবে।