শতাব্দী প্রাচীন আতর থেকে হাল ফ্যাশনের ‘বডি স্প্রে’, সুগন্ধের কদর বাড়ছে বই কমছে না। কিন্তু জানেন কি সুগন্ধি ঠিকঠাক না মাখা হলে কার্যত ব্যর্থ হয়ে যেতে পারে সব আয়োজনই!
অদ্ভুত শোনালেও, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, সুগন্ধি মাখার পদ্ধতিরও ঠিক-ভুল রয়েছে। সঠিক সৌরভ পেতে হলে অবলম্বন করতে হবে সঠিক পদ্ধতি।