You have reached your daily news limit

Please log in to continue


মৃত্যুর আগে গিলক্রিস্টকে যে মেসেজ করেছিলেন ওয়ার্ন

শেন ওয়ার্নের মৃত্যুতে এখনও শোকের সাগরে ভক্তরা। প্রিয় তারকার বিদায়ের শোক কোনোভাবেই যেন কাটিয়ে উঠতে পারছেন না ভক্তরা। গত শুক্রবারই বিশ্বকে বিদায় জানিয়েছেন দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন ও রড মার্শ। দুই তারকাই হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। এই দুই কিংবদন্তির মৃত্যু যেন অ্যাডাম গিলক্রিস্টের কাছে আরও বেশি বেদনাদায়ক। কারণ এদের একজনকে তিনি নিজের আইডল মেনে এসেছেন এবং আরেকজনের সঙ্গে নিজের ক্রিকেট জীবনের সেরা মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট জানান, মৃত্যুর মাত্র আট ঘণ্টা আগেই প্রিয় বন্ধু ওয়ার্ন তাকে মেসেজ করেছিলেন। সেই মেসেজের বিষয়ে এবিসি নিউজকে গিলি জানান, 'আমি ওয়ার্নের সঙ্গে এক সপ্তাহ আগে কথা বলেছিলাম এবং ও আমায় সম্প্রতি একটা মেসেজও পাঠিয়েছিল। আমার যতদূর মনে হচ্ছে, সেটা ওর মৃত্যুর আট ঘণ্টা মতো আগে। ও আমায় লিখেছিল, চার্চ (গিলক্রিস্টের ডাকনাম), রডকে দারুণ শ্রদ্ধাজ্ঞলি দিয়েছ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন