উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরেও বিজেপি-র

ডয়েচ ভেল (জার্মানী) উত্তরাখণ্ড প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১৯:০৪

উত্তরাখণ্ডে ৭০ সদস্যের বিধানসভায় বিজেপি ৪৮টি আসনে পেয়েছে। তবে বিজেপি-র মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি হেরে গেছেন। দল বিপুলভাবে জিতলেও মুখ্যমন্ত্রী জিততে পারেননি। ফলে নতুন কাউকে মুখ্যমন্ত্রী মনোনীত করে সরকার গঠন করবে বিজেপি। কংগ্রেস গতবারের তুলনায় ভালো ফল করলেও ১৮টি আসন পেয়েছে। তবে তারা  বিজেপি-কে কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারেনি। বিএসপি দুইটি আসন পেয়েছে। উত্তরপ্রদেশের তুলনায় উত্তরাখণ্ডে বিএসপি ভালো ফল করেছে।


গোয়ার দিকে এবার সবার নজর ছিল। ৪০ সদস্যের গোয়া বিধানসভায় বিজেপি ২০টি আসন পেয়েছে। ইতিমধ্যেই তারা তিনজন নির্দল বিধায়কের সমর্থন জোগাড় করে নিয়েছে। ফলে গোয়ায় সরকার গঠন করতে বিজেপি-র কোনো অসুবিধা হবে না। গোয়ায় কংগ্রেস ১৩টি, তৃণমূলের জোটসঙ্গিরা দুইটি ও আপ তিনটি আসন পেয়েছে। গোয়ায় এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করে তৃণমূল একটি আসনেও জিততে পারেনি। ফলে পশ্চিমবঙ্গের বাইরে দলকে ছড়িয়ে দেয়ার চেষ্টা আপাতত ধাক্কা খেয়েছে।  


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও