![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F9d50fc44-3bb0-4c06-9d31-acff2487f136%252FUntitled_11.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
আয় বাড়লেও বাড়েনি ক্রয়ক্ষমতা
এক যুগ আগের কথা। ২০১০ সালের ৯ মার্চ রাজধানীর বাজারে এক কেজি মোটা চাল ২৬ টাকা, ডাল ৭৫ টাকা, খোলা আটা ২১ টাকা ও চিনি ৪৮ টাকা; এক লিটার খোলা পাম তেল ৬৫ টাকা ও ডিমের ডজন ৭২ টাকা দরে বিক্রি হয়েছে। এটি সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) হিসাব।
ওই সময়ে রাজধানীর দক্ষিণখান এলাকার চাকরিজীবী আবদুল্লাহ আল মামুনকে তিনজনের সংসার চালাতে মাসে ৩০ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ লিটার তেল, ৩ কেজি আটা, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ ও আড়াই ডজন ডিম কিনতে খরচ করতে হতো ১ হাজার ৪৬২ টাকা। এক যুগ পর ওই সাতটি নিত্যপণ্য কিনতে এখন তাঁর খরচ হয় ২ হাজার ৪৭৩ টাকা। অর্থাৎ এক যুগে খরচ বেড়েছে ৭০ শতাংশের বেশি। এ সময়ে মোটা চালের দাম বেড়েছে ৭৭ শতাংশ।