দাড়ি কেন চুলকায়? তা কি বলা যায়

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১৪:২৭

কেউ দাড়ি রাখতে পছন্দ করেন, কারও আবার পছন্দ দাড়ি হীন সাফ গাল। কিন্তু দাড়ি রাখার ঝোঁক থাকুক বা না থাকুক দাড়ি চুলকান না এমন মানুষ পাওয়া কিন্তু দুর্লভ। বিশেষজ্ঞরা বলছেন দাড়ি চুলকানোর পিছনে থাকতে পারে একাধিক কারণ।


১। দাড়ির বৃদ্ধি: কাটার পর যখন দাড়ি বৃদ্ধি পায়, তখন দাড়ির কাটা প্রান্ত ফলিকলের সঙ্গে ঘষা খেতে থাকে, ফলে চুলকানি হতে পারে। অনেক সময় দাড়ির কাটা অংশগুলি ফলিকলের ভিতরেই বৃদ্ধি পেতে থাকে। ফলে দাড়ির গোড়া ফুলে ওঠে ও চুলকায়, হতে পারে ব্যথাও।


২। শুষ্ক ত্বক: ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হ্রাস পেলে যে শুষ্কতা বা জেরোসিস হয়, তার ফলেও অনেক সময় দাড়ি চুলকাতে পারে। অনেক সময় মুখে মাখার বিভিন্ন প্রসাধনী ব্যবহার করার ফলে গালের স্বাভাবিক তৈলগ্রন্থিগুলি ক্ষতিগ্রস্থ হয়, ফলে ত্বক শুষ্ক হয়ে গাল চুলকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও