‘বিশ্বের ভয়ঙ্কর’ স্নাইপার ওয়ালি ইউক্রেনে
বিশ্বের অন্যতম 'ভয়ঙ্কর' স্নাইপার ওয়ালি স্বেচ্ছাসেবক হিসেবে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেন পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডট কম এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান'র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাধারণত 'ওয়ালি' নামে পরিচিত এই প্রশিক্ষিত স্নাইপার ২০১৫ সালে নিজে থেকেই আইএস'র বিরুদ্ধে লড়াই করতে ইরাক গিয়েছিলেন।
এরপর তিনি সিরিয়ায় কুর্দিদের সঙ্গে আইএস'র বিরুদ্ধে লড়াই করেছেন।
তিনি কানাডায় স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আজ ইউক্রেনে প্রবেশ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।