প্যাকেজিং ব্যয় বাড়াচ্ছে কাগজের অতিরিক্ত মূল্য

সমকাল প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১২:৪২

স্থানীয় বাজারে কাগজের অতিরিক্ত মূল্য বেড়ে যাওয়ার কারণে প্যাকেজিং সেক্টরের উৎপাদন ব্যয় বাড়ছে। এর ফলে রপ্তানি ব্যয় বাড়ছে। অধিকাংশ পেপার মিল মালিক কোনো ঘোষণা ছাড়া কাগজের মূল্য বাড়াচ্ছে। কোনো কোনো পেপার মিল মালিক কোটেড মূল্যের অতিরিক্তি মূল্য দাবি করেছেন।


গতকাল বুধবার বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) এক সভায় এ তথ্য জানানো হয়।


সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিজিএপিএমইএ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি এতে সভাপতিত্ব করেন। সভায় বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে কয়েকটি উদ্যোগের প্রস্তাব করা হয়।


সভায় উপস্থিত ছিলেন বাগদাদিয়া পেপার হাউসের স্বত্বাধিকারী মো. জয়নাল আবেদিন, ইকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল আজিজ, মিয়া অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক বন্দে আলী মিয়া, বিজিএপিএমইএর সহসভাপতি (অর্থ) মনির উদ্দিন আহমেদ, ইউএমইএমএ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন, পি৪এস প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, বিজিএপিএমইএ সচিব রুহিদাস জোদ্দার এবং যুগ্ম সচিব মো. আব্দুল হালিম জাহাঙ্গীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও