কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের হিসাবে ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে

বিডি নিউজ ২৪ ইউক্রেন প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০৯:৫৮

ইউক্রেইনের যুদ্ধের প্রথম দুই সপ্তাহে রাশিয়ার প্রায় ৫ থেকে ৬ হাজার সেনা নিহত হয়েছে বলে হিসাব যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের।


যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে তারা জানিয়েছেন, আহতের হার নিহতের তিনগুণ, এমন অনুমান অনুযায়ী জখম হওয়া রুশ সেনার সংখ্যা প্রায় ১৫ থেকে ১৮ হাজার হবে।


পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই পরিসংখ্যানকে ‘খুব, খুব উল্লেখযোগ্য হতাহত’ বলে অভিহিত করেছেন এবং নিহতের এই হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন।


যুদ্ধে রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি ইউক্রেইনের। আর গত সপ্তাহে রাশিয়া জানিয়েছে, ইউক্রেইনে তাদের ৫০০ জনের চেয়ে কিছু কম সেনা নিহত হয়েছে। বিবিসি বলছে, যুদ্ধের ডামাডোলের সঙ্গে প্রচার-প্রচারণার কারণে সৃষ্ট কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে এসব দাবি যাচাই করা খুব কঠিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও