কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছয় দশক পর ব্যাংক হিসাবের খোঁজ

প্রথম আলো স্কটল্যান্ড প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০৮:০৩

এক কিংবা দুই বছর নয়, ছয় দশকের বেশি সময় ব্যাংক হিসাবটির খবর ছিল না তাঁর কাছে। যখন খোঁজ নিলেন তখন দেখা গেল, হিসাব খোলার সময় জমা রাখা ৩ দশমিক ৩৫ মার্কিন ডলার এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ ডলারে।


এই ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে। আর যাঁর ব্যাংক হিসাবের কথা বলা হচ্ছে, তিনি হলেন ক্যারল অ্যালিসন। ৭৪ বছর বয়সী এই নারী বেড়ে উঠেছেন ফিলিপাইনে। প্রতি তিন বছর পর নানির কাছে বেড়াতে মা ও ভাইয়ের সঙ্গে যুক্তরাজ্যে যেতেন তিনি। ছয় বছর বয়সে যখন স্কটল্যান্ডে যান তখন ট্রাস্টি সেভিংস ব্যাংকে তাঁর নামে একটি হিসাব খোলা হয়েছিল। তাঁর নানি এই হিসাব খুলে দিয়েছিলেন। ব্যাংকটি এখন টিএসবি নামে পরিচিত।


অ্যালিসন বলেন, ১৯৬৯ সালে ৮০ বছর বয়সে তাঁর নানি মারা যান। ওই সময় পর্যন্ত ব্যাংক হিসাবের খোঁজখবর তাঁর নানি রাখতেন।


স্কটল্যান্ডের এডিনবরার স্কটব্রিজ এলাকায় থাকেন অ্যালিসন। তিনি বলেন, সম্প্রতি ঘরবাড়ি পরিষ্কার করতে গিয়ে সেই ব্যাংক হিসাবের বই উদ্ধার করেছেন তিনি। এরপর তিনি সেই বই নিয়ে ব্যাংকে যান। খোঁজ নিয়ে জানতে পারেন, ব্যাংক হিসাবটি এখনো আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে