ফার্নিচার শিল্পে শুল্ক ছাড়ের দাবি উদ্যোক্তাদের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০৮:৪৯
আসবাব তৈরি শিল্পের উদ্যোক্তাদের আমদানি করা কাঁচামালের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক পরিশোধ করতে হয়। আসছে বাজেটে এ বিধানের পরিবর্তন চান ব্যবসায়ীরা। সম্পূরক শুল্ক কমিয়ে ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের দাবি জানান তারা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ দাবি জানানো হয়। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে এ সভা হয়।
এ খাতের উদ্যোক্তারা জানান, আসবাব রপ্তানিতে ১৫ শতাংশ প্রণোদনা দেওয়া হলেও এটি মূলত প্রণোদনা নয়।