You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেনের পক্ষে যুদ্ধে গেলো ভারতীয় শিক্ষার্থী

ইউক্রেনে দুই সপ্তাহ ধরে চলছে যুদ্ধ। এ যুদ্ধে দেশি-বিদেশি লাখ লাখ নাগরিক আটকা পড়েছে। তাছাড়া এরই মধ্যে ইউক্রেন ছেড়েছে ২০ লাখের বেশি। এমন পরিস্থিতিতে ভারতসহ অনেক দেশ আটকে পড়া সব নাগরিকদের বিশেষ করে শিক্ষার্থীদের ফিরেয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার এল ভিন্ন খবর। কারণ এক ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, যুদ্ধে যাওয়া ২১ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম সানিকেশ। খারকিভে মহাকাশ প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করতো সে। তার বাড়ি ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যে তামিলনাড়ুতে। যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে তখন পরিবারের সদস্যরা তাকে ফিরে আসতে বলে। তবে সে পরিবারের আহ্বান প্রত্যাখ্যান করে ইউক্রেনীয় আধাসামরিক বাহিনীতে যোগ দেয়।

সানিকেশের বাবা-মা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে খবরটি শুনেছেন। এ বিষয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন