কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আন্তর্জাতিক বাজারে ঊর্দ্ধগতি, হুমকির মুখে দেশের জ্বালানি নিরাপত্তা

ডেইলি স্টার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ১৯:২৯

চলতি বছরের জানুয়ারিতে ৩০ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) খরচ হতো ১৭ মিলিয়ন মার্কিন ডলার। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার অস্থির হয়ে ওঠায় এখন সেই চালান আমদানি করতে খরচ হচ্ছে প্রায় ৩৯ মিলিয়ন ডলার।


দেশে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিপিসিকে প্রতি মাসে শুধুমাত্র ডিজেলের ৪টি চালান আমদানি করতে হয়। বিশ্ববাজারে যে হারে ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের দাম বাড়ছে, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশংকা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার দর জানতে এশিয়া-প্যাসিফিক/আরব গালফ মার্কেট স্ক্যান (প্ল্যাটস- Platts) রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, ৩ জানুয়ারি প্রতি ব্যারেল ডিজেল বিক্রি হয়েছে (ফ্রেইড অন বোর্ড-এফওবি মূল্য) ৮৭ দশমিক ৯৫ ডলার দামে। ৩ ফেব্রুয়ারি ছিল ১০৪ দশমিক ৪৭ ডলার প্রতি ব্যারেল। আর ৩ মার্চ এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ মার্কিন ডলারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও