ফেসবুকে ফাঁদ পেতে যুবককে অপহরণ, দুই বোন গ্রেপ্তার
ফেসবুকে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কৌশলে ডেকে নিয়ে যুবককে অপহরণে জড়িত দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- লিপি বেগম ও সীমা বেগম। মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় পুলিশ এই অভিযান চালায়। এ সময় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
৯৯৯-এর ফোকাল পারসন (গণমাধ্যম ও জনসংযোগ) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বুধবার জানান, মঙ্গলবার দুপুরে একজন ফোন করে জানান, তার বন্ধু এক বান্ধবীর সঙ্গে দেখা করতে আশুলিয়ার বাইপাইল এলাকায় যান। এরপর বন্ধুর ফোন থেকে অচেনা কেউ কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা পাঠানোর জন্য দেওয়া হয়েছে একটি বিকাশ নম্বর। টাকা না পাঠালে বন্ধুকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। অপহরণকারীরা যখন তাকে ফোন করেছিল, তখন বন্ধুকে মারধর করার শব্দ শুনতে পাচ্ছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে