![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fdfc73880-dbde-4535-9244-91e4eab4ae55%252Fwarne.jpg%3Frect%3D0%252C0%252C760%252C399%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
গুগলে সার্চ দিয়ে ব্রেট লি জানতে পারেন ওয়ার্ন নেই
শেন ওয়ার্নের মৃত্যুর পাঁচ দিন পেরিয়ে গেছে। কিন্তু গোটা ক্রিকেট দুনিয়ার কাছেই এখনো ব্যাপারটি অবিশ্বাস্য—ওয়ার্ন নেই! আর কোনো দিন স্বভাবসুলভ রসিকতা আর উচ্ছলতায় ভরিয়ে দেবেন না চারদিক। কখনোই বিতর্কে জড়াবেন না। ইউটিউব বা আর্কাইভে তাঁর ‘বল অব দ্য সেঞ্চুরি’ কিংবা ম্যাচজয়ী বোলিং স্পেলগুলো অবশ্য থাকবে। সেসবের মধ্যেই ওয়ার্নকে খুঁজে নিতে হবে।
অস্ট্রেলিয়া দলে তাঁর সাবেক সতীর্থদের কাছে মৃত্যুটা ছিল হৃদয় ওলট-পালট করে দেওয়ার মতো খবর। ওয়ার্নের স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদেছেন রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক। কেউ মেনে নিতে পারছেন না এমন মৃত্যু। এমন প্রাণোচ্ছল একজন সবাইকে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবেন, কেউই মেনে নিতে পারছেন না। সতীর্থদের কাছে পুরো বিষয়টিই যেন এক দুঃস্বপ্ন।
অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লির কাছেও তা-ই। গভীর রাতে ফোনের শব্দে জেগে কিছু বুঝে ওঠার আগেই এই মর্মান্তিক সংবাদ পান তিনি। ফোন করে তাঁকে ওয়ার্নের মৃত্যুসংবাদ জানান সাবেক ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ান।
- ট্যাগ:
- খেলা
- মৃত্যু সংবাদ
- শেন ওয়ার্ন
- ব্রেট লি