আড়িয়ল বিলে ২ মণ ওজনের মিষ্টি কুমড়া
আকৃতিতে বড় এবং স্বাদে অনন্য হওয়ার কারণে মুন্সিগঞ্জের আড়িয়ল বিলের মিষ্টি কুমড়ার খ্যাতি ও কদর রয়েছে দেশজুড়ে। এবছরও বিলের বিস্তৃর্ণ এলাকায় আবাদ হয়েছে স্থানীয় জাতের মিষ্টি কুমড়া। গতবছর বিলম্বে ফসল উত্তোলনে দাম না পেয়ে লোকসানের মুখে পড়েন চাষিরা। তবে এবার বেশি ফলন ও আগেভাগেই উত্তোলন করে বাজারজাত করছেন তারা।
এতে চাহিদা ও ভালো দাম থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। যদিও এবার আকৃতি তুলনামূলক কিছুটা ছোট হয়েছে, তবে ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা।
- ট্যাগ:
- জটিল
- মিষ্টি কুমড়া