রূপচর্চায় হলুদ ব্যবহারে ভুল হলেই বিপদ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ০০:৪৯

বহু যুগ ধরেই ত্বকে জেল্লা ফেরাতে হলুদ আর চন্দন ব্যবহারের প্রথা চলে আসছে। এখনো রূপচর্চায় হলুদে ভরসা রাখেন অনেকেই। এমনকি দই আর হলুদের ঘরোয়া রূপটান ব্যবহার করেন প্রিয়ঙ্কা চোপড়াও। যা আসলেই কার্যকর।


এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যায় হলুদ দারুণ কাজ করে। তবে ত্বকে হলুদ লাগানোর সময়ে কিছু ভুলের কারণে হীতে বিপরীতও হতে পারে। ত্বকে নানা রকম সমস্যা বেড়ে যেতে পারে, র‍্যাশ পর্যন্ত বেরিয়ে যেতে পারে। তাই সাবধান থাকতে চলুন জেনে নেয়া যাক সে ভুলগুলো সম্পর্কে বিস্তারিত-


কীসের সঙ্গে মেশাবেন হলুদ আর দই বা হলুদ আর চন্দন মিশিয়ে ফেস প্যাক বানানোর চলই সবচেয়ে বেশি। তবে অনেকেই অহেতুক নানা ধরনের উপকরণ মিশিয়ে ফেলেন। হলুদ এমনিই ত্বকের নানা সমস্যার জন্য উপকারি। তার সঙ্গে বিনা কারণে একাধিক উপকরণ মেশাবেন না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও