রোদে পুড়ে কালচে ত্বক? সমাধানে রয়েছে প্রাকৃতিক উপাদান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ১২:৫১
আলু, শসা বা লেবুর রস ব্যবহারে রোদপোড়াভাব দূর করা যায়। রোদে পোড়াদাগ দূর করতে রয়েছে প্রচলিত প্রতিষ্ঠিত কিছু পন্থা। সেসব নিয়ে ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল রোদে পোড়া দাগ কমানোর উপায়।
লেবুর রস ও মধু
লেবুর রসে আছে ব্লিচিং উপাদান যা ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে সহায়তা করে। তাজা লেবুর রস নিয়ে তাতে মধু যোগ করে প্যাক তৈরি করে নিতে হবে। প্যাকটি ত্বকে মেখে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। এতে কিছুটা চিনি যোগ করে ত্বকে স্ক্রাব করে নিলে মৃত কোষ দূর হওয়ার পাশাপাশি ত্বক মসৃণ হবে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- রোদে পোড়া ত্বক