রাশিয়ার অগ্রগতি ‘উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে’
রাশিয়ার আগ্রাসী বাহিনীর গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেইনের সামরিক বাহিনী।
ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার আগ্রাসনের ১৩তম দিনে স্থানীয় সময় ভোর ৬টার দিকেও দেশের দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের সেক্টরগুলোতে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেইনীয় বাহিনী। রাজধানী কিইভ এবং উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ এখনও ইউক্রেইনীয়দের নিয়ন্ত্রণেই আছে।
এক বিবৃতিতে তারা বলেছে, “শত্রুরা আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের সেনাদের অগ্রসর হওয়ার গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে।”
ইউক্রেইনের বিমান প্রতিরক্ষা বাহিনী ‘সাফল্যজনকভাবে’ রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে যাচ্ছে বলে দাবি করেছে তারা।