রাশিয়ার জন্য দেওয়া ক্রয়াদেশ স্থগিত করল এইচঅ্যান্ডএম
ইউক্রেনে রুশ হামলার জেরে গত বুধবার রাশিয়ায় নিজেদের পণ্য বিক্রি বন্ধ করে দেয় বিশ্বখ্যাত পোশাকের খুচরা বিক্রেতা ব্র্যান্ড এইচঅ্যান্ডএম। সেই রেশ না কাটতেই রাশিয়ায় পাঠানোর জন্য বাংলাদেশের কারখানাগুলোতে চলমান ক্রয়াদেশ স্থগিত করেছে ব্র্যান্ডটির এ দেশীয় কার্যালয়।
পোশাকশিল্পের একজন উদ্যোক্তা গত রোববার রাতে প্রথম আলোর এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এইচঅ্যান্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার প্রধান জিয়াউর রহমান এক ই-মেইল বার্তায় চলমান ক্রয়াদেশ স্থগিত রাখার কথা জানান।
এইচঅ্যান্ডএমের সেই বার্তায় বলা হয়েছে, এইচঅ্যান্ডএম গ্রুপ রাশিয়ায় সাময়িকভাবে পণ্য বিক্রি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তিবদ্ধ জাহাজ কোম্পানিগুলো রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার বাজারের জন্য দেওয়া ক্রয়াদেশ (এইচঅ্যান্ডএমের সবগুলো ব্র্যান্ডের ক্রয়াদেশ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিবহন সেবা প্রদানকারী কোম্পানিগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ক্রয়াদেশের পণ্য নেবে না।