You have reached your daily news limit

Please log in to continue


পোশাকে মিলবে স্বস্তি

আসন্ন গরমে আরাম ও স্বস্তিকে প্রাধান্য দিয়ে পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউস 'জেন্টল পার্ক।' বেসিক ওয়ার্কওয়্যার কালেকশনেও থাকছে ভিন্নতা। নিরীক্ষাধর্মী টপ টু বটম, স্লিভ কিংবা কলার বা পোশাকের প্যাটার্নে থাকছে বৈচিত্র্য। ক্রেতার প্রয়োজন অনুযায়ী এসব আরামদায়ক কাপড়ে থাকবে রঙের চমকও।

জেন্টল পার্কের  চেয়ারম্যান ও ডিজাইন বিভাগের প্রধান শাহাদৎ চৌধুরী বাবু বলেন, 'কোভিড মহামারির আসা-যাওয়ায় পাল্টে গেছে ড্রেস ফর সাকসেসের ফ্যাশন কোড। পোশাকের নকশায় পেশাদারিত্বের বদলে প্রাধান্য পাচ্ছে স্বাচ্ছন্দ্য। এ কারণেই নতুন পোশাকগুলোর প্যাটার্নে স্পষ্ট টেইলর্ড লুক। যারা খানিকটা ফরমাল থেকে বেরিয়ে ক্যাজুয়াল লুক চান, তাদের জন্যও এবারের গ্রীষ্মেও নতুন কালেকশনগুলো দেবে বেশ স্বস্তিই।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন