গুম শব্দই নেই, তালিকার অনেকের ভূমধ্যসাগরে সলিলসমাধি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে গুম বলতে কিছু নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে শনিবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘আমাদের দেশে এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স শব্দই তো নেই। আমরা চাই না, কাউকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাবে। আমরা চাই, প্রত্যেকের আইনের মাধ্যমে বিচার হবে।’
এর আগে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গুম নিয়ে একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে কেউ গুম হয় না, কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে। এর সঙ্গে নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।’