দুই ফোঁটা আমন্ড তেলেই ত্বকের জেল্লা বাড়বে! জানুন পদ্ধতি

eisamay.com প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ১৯:১৭

ত্বক (Skin) হল শরীরের সবথেকে বড় অঙ্গ (Organ)। এই অঙ্গটির খেয়াল তাই সর্বদাই আমাদের রাখতে হবে। এক্ষেত্রে এমন কোনও কাজ করা যাবে না যাতে এই অঙ্গে দেখা দেয় সমস্যা।


এবার বিভিন্ন সময় দেখা যায় নানা কারণে ত্বকের জেল্লা হারাতে থাকে। এর পিছনে থাকতে পারে নানা রোগ। এমনকী দূষণ এবং পরিষ্কার, পরিচ্ছন্ন না থাকার কারণেও জেল্লা কমতে (Dull Skin) পারে। তবে জানলে অবাক হয়ে যাবেন আপনার ত্বকের সমস্যার সমাধান রয়েছে হাতের কাছেই। ত্বকের অসুখের সমাধান করতে পারে আমন্ড তেল (Almond Oil)। এই তেলের মধ্যে রয়েছে আমন্ডের গুণ (Almond Oil Benefits)। পাশাপাশি ভিটামিন এ, ই, ডি, ক্যালশিয়ামে, জিঙ্ক, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এই তেলে। ফলে নিয়মিত আমন্ড তেল ব্যবহার করতে পারলে ত্বকের জেল্লা অনেকটাই ফেরে। এমনকী দূরে থাকে অনেক রোগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও