কেন অল্প বয়সীরা হৃদরোগের শিকার? নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?
২২ গজে শেন ওয়ার্ন (Shane Warne) অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর বলে ব্যাট ঘুরিয়ে ছক্কা হাঁকানো বেশ কষ্টকর বিষয় ছিল। এই প্রতিভাবান খেলোয়াড়ের মৃত্যু ক্রিকেট দুনিয়ায় শূন্যস্থান তৈরি করল। মাত্র ৫২ বছরে হার্ট অ্যাটাক হয়েছে ওয়ার্নের (Shane Warne) , প্রাথমিকভাবে জানা যাচ্ছে এমনটাই। এত অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু? কেন? উঠছে প্রশ্ন।
প্রথমেই বলি, শরীরের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আমি খ্যাতিমান হতে পারি। কিন্তু, আমি যদি শরীরে অরাজকতা চালায় তাহলে শরীর কি আমাকে ক্ষমা করবে? মনে হয় না! সম্প্রতি আমরা বিনোদন জগতেও কিছু বেদনাদায়ক ঘটনা দেখেছি। সমস্ত পেশা -তা তিনি চিকিৎসকই হোক , সাংবাদিক হোক বা অন্য কোনও পেশার সঙ্গেই যুক্ত থাকুন-কাজের চাপ সবক্ষেত্রেই থাকে। কিন্তু, কাজের চাপ সামলানোর জন্য উচ্ছৃঙ্খল হওয়া কোনও পন্থা হতে পারে না। বিভিন্ন সংবাদ মাধ্যমেই জানা যায়, শেন ওয়ার্ন সিগারেটে আসক্ত ছিলেন। তিনি দিনে কত ক্যান বিয়ার খেতেন, সিগারেট খেতেন তা কেউ জানে না।