ভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহার চায় এফবিসিসিআই
ভোজ্য তেলের বাজারে অস্থিতিশীলতা ঠেকাতে আগামী অন্তত তিন মাস মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন।
সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন এবং আমদানিকারক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই প্রস্তাব রাখেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, “ভোজ্য তেলের বাজার পরিস্থিতি মোকাবিলায় সরকার ভর্তুকি কিংবা কর সমন্বয় করতে পারে। আমাদের প্রতিবেশী ভারতে এ পর্যন্ত তিনবার কর সমন্বয় করে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। কিন্তু আমাদের দেশে এখনও একবারও হয়নি।”
ব্যবসায়ীদের শীর্ষ এই নেতা জানান, সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাতে বিষয়টি তোলা হয়েছে। রোববার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গেও কথা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে