You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুকে কে কী করছে, সম্পর্কে কাঁটাছেড়া, সে সবেই নজর, অভিনয় নিয়ে কারও আগ্রহ কই: রজতাভ

তিন দশক কেটে গিয়েছে অভিনয়েই। থিয়েটারের মঞ্চ, ছোট পর্দা থেকে বড় পর্দা, কিংবা এখনকার ওটিটি— সবেতেই সমান সাবলীল। বাংলা ছবি-সিরিজের চেনা খলনায়ক বাস্তবে কেমন? আনন্দবাজার অনলাইনের মুখোমুখি রজতাভ দত্ত।প্রশ্ন: নতুন ছবি ‘ইকির মিকির’-এও আপনি নেতিবাচক ভূমিকায়।

এত দিনের খল চরিত্রগুলোর চেয়ে আলাদা?রজতাভ: প্রতিটা চরিত্রই একে অন্যের চেয়ে আলাদা হয়। তবে ‘ইকির মিকির’-এ একটা বাড়তি ফারাক গড়ে দিয়েছে গল্প বলার অন্য রকম ভঙ্গি। তিনটি চরিত্রের চোখ দিয়ে একই খুনের ঘটনাকে দেখা হচ্ছে। আততায়ী হিসেবে আমি মূল সন্দেহভাজন। কিন্তু তিন জনের চোখে আমার চরিত্রটা তিন রকম হয়ে দেখা দিচ্ছে। কোথাও কালো, কোথাও সাদা, কোথাও ধূসর। এই ধরনের চরিত্র যে কোনও অভিনেতার কাছেই খুব আকর্ষণীয়। কারণ একই ছবি, একই কাহিনি বা সংলাপের মধ্যে থেকেও চরিত্রের বিশ্লেষণ ক্রমাগত বদলে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন