হাউজে কাওসার কী, এটা কি সবাই পাবে?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ১৫:২৫
হাউজে কাওসার জান্নাতের একটি বিশেষ প্রসবণ। এর পানি হবে সবচেয়ে বেশি মিষ্টি ও তৃপ্তিকর। হাশরের ময়দানে হাউজে কাওসারের পানকারীই বেশি হবে। হাউজে কাওসার দ্বারা জান্নাতে বিদ্যমান একটি নদী বা ঝরনাধারাকে বোঝানো হয়। নবিজী হাউজে কাওসার সম্পর্কে কী বলেছেন? এ সম্পর্কে ইসলামের দিকনির্দেশনাই বা কী?
ইসলামি বিশ্বাস মতে, ‘কেয়ামতের দিন সবাইকে যখন ওঠানো হবে তখন জেগে ওঠার পর সবাই অনেক বেশি পিপাসা নিয়ে এবং বিশৃঙ্খল পরিবেশে তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করবে। তারপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দায়িত্ব দেবেন, বিশ্বাসীদের মধ্যে তৃষ্ণা নিবারণে কে কে অগ্রাধিকার পাবেন। এরপর তাদের পিপাসা মেটানোর জন্য হাউজে কাওসার থেকে শীতল আর সুস্বাদু পানি পান করানো হবে।