পরিবারের জন্য খরচ করা কি সাদকাহ?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ২০:৫৮

পরিবারের প্রতি দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্ব প্রথম পরিবারের প্রতি খরচ করার দিকনির্দেশনা দিয়েছেন। আর সওয়াবের আশায় পরিবারের জন্য খরচ করাকে সর্বোত্তম সাদকাহ বলেছেন। শুধু গরিব মিসকিন ও অসহায় মানুষকে দান করাই সাদকাহ নয় বরং নিজ পরিবারের জন্য খরচ করাও সাদকাহ।


বাবা-মা, ভাই-বোন, সন্তান-সন্তুতি, স্ত্রী-পরিজনের জন্য যে কোনো খরচই আল্লাহর কাছে সাদকাহ হিসেবে পরিগণিত। বরং অন্যকে দান করার আগে পরিবারের পেছনে খরচ করাই হচ্ছে সর্বোত্তম সাদকাহ। পরিবারের জন্য খরচ করা সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনা ও গুরুত্ব দেওয়া হয়েছে।


নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মুসলিম ব্যক্তি সওয়াবের আশায় তার পরিবার-পরিজনের জন্য যা কিছু খরচ করবে; তা সবই তার জন্য সাদকাহ। অর্থাৎ তা দান হিসেবে গণ্য হবে।’ (মুসলিম)


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে